মুগ্ধ, প্রিয় বা আমিন- কোটা আন্দোলনে প্রাণ হারানো কয়েকজন
মুগ্ধ, প্রিয় বা আমিন- কোটা আন্দোলনে প্রাণ হারানো কয়েকজন
দুইশ আট, দুইশ ছেষট্টি বা একশ পঞ্চাশ যাই হোক, নিছক কতগুলো সংখ্যা নয়।
একেকটি সংখ্যার পেছনে একেকটি জীবনের গল্প।
কোনো গল্পের মূল চরিত্রটির নাম মুগ্ধ, কোনটির প্রিয়, কোনটির মোহাম্মদ আমিন।
বয়সে কিশোর কিংবা তরুণ এই মানুষগুলোর গল্প থমকে গেছে অকালেই।



