ফিরে দেখা আওয়ামী লীগের দমন থেকে পতন

ভিডিওর ক্যাপশান, ফিরে দেখা আওয়ামী লীগের দমন থেকে পতন
ফিরে দেখা আওয়ামী লীগের দমন থেকে পতন

এক বছর আগেও যে আওয়ামী লীগ ছিল প্রচণ্ড শক্তিশালী।

"শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না!" স্বয়ং শেখ হাসিনাই সেকথা বলেছিলেন ২৪শে জুলাই, ২০২৪ তারিখে।

কোটা আন্দোলনকে সরকার শুরু থেকেই খুব একটা গুরুত্ব দেয়নি। আর আন্দোলন বাড়তে থাকলে দলীয় কর্মীসহ বিভিন্ন বাহিনী দিয়ে দমনের চেষ্টা করা হয়।

তবে সেই আওয়ামী লীগের ১৬ বছরের ক্ষমতার অবসান হয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে।

কেন দলটি রাজনৈতিকভাবে সমঝোতা না করে বল প্রয়োগের পথে গিয়েছিল?

অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে