নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি

ভিডিওর ক্যাপশান, বিএনপি বরিশাল সমাবেশ: নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি
নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে পঞ্চম বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা যেসব বক্তব্য দিয়েছেন সেখানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রাধান্য পেয়েছে।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে সমাবেশ করেছিল দলটি।

সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে বেলা ১১টা থেকেই শুরু হয় সমাবেশ।

এদিকে শুক্রবার সকাল থেকে বরিশাল অভিমুখে বাস, ভাড়ায় চালিত মাইক্রোবাস, স্পিডবোট এবং অভ্যন্তরীণ সব গন্তব্যের লঞ্চ চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমাবেশস্থলে ভিড় করেন।

তবে পুলিশের চেকপয়েন্টে কাউকে প্রতিবন্ধতার মুখে পড়তে দেখা যায়নি।

বরিশালে বিএনপির সমাবেশ নিয়ে শাহনেওয়াজ রকির ক্যামেরায় আকবর হোসেনের রিপোর্ট।

বিএনপির বরিশাল সমাবেশ।