ফুটপাতের খাবার কিনতেও সংগ্রাম করছেন শ্রমজীবী মানুষ
ফুটপাতের খাবার কিনতেও সংগ্রাম করছেন শ্রমজীবী মানুষ
বাংলাদেশে ভোগ্য পণ্যের দাম বাড়ায় পাত থেকে আমিষ প্রায় বাদ দিয়েছে নিম্ন আয়ের লোকজন, বিশেষ করে ঢাকায় ভাসমান অবস্থায় যেসব দিনমজুর থাকেন তারা হিমশিম খাচ্ছেন।
ফুটপাতের ধারে অল্প মূল্যের খাবার দোকানগুলো ছিলো তাদের পছন্দের তালিকার শীর্ষে। কারণ এখানে ২০-৩০ টাকায় ভরপেটে খেতে পারতেন। অথচ গত ছয় মাসে সে চিত্র বদলে গেছে।
এখন ন্যূনতম খাবার খেতেও তাদের প্রায় দ্বিগুণ ব্যয় করতে হচ্ছে। আয়ের সীমিত অ্যায়ে খাবার খরচ পোষাতে না পারায় অনেকে আধপেটা খেয়ে দিনাতিপাত করছেন। আরও জানতে দেখুন ভিডিওটি।



