বিএনপির সিলেট সমাবেশ: 'নির্বাচন বানচালের দুরভিসন্ধি করছে সরকার'
সিলেট চৌহাট্টা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণ-সমাবেশ। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে দুর্ভিক্ষের যে কথা বলেছেন সেটা আগামী সাধারণ নির্বাচন পিছিয়ে দেয়া বা নির্বাচন বানচালের পায়তারা বলে মনে করছেন সমাবেশে আগত নেতারা। এর আগে দলটি চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর সমাবেশ করেছে। এবং চট্টগ্রাম ছাড়া প্রত্যেকটি সমাবেশের দুই একদিন আগে থেকেই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সেখানকার পরিবহন মালিক সমিতি। সিলেটেও এই বিধিনিষেধের মধ্যেও ব্যাপক জনসমাগম হতে দেখা গিয়েছে। সকাল থেকে মিছিল-স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল। এই সমাবেশেও মুখ্য দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। শাহনেওয়াজ রকির ক্যামেরায়, আকবর হোসেনের রিপোর্ট।

ছবির উৎস, Getty Images



