ঢাকার হলিডে মার্কেটে কী পাওয়া যাচ্ছে, কারা ভিড় করছেন?

ভিডিওর ক্যাপশান, হলিডে মার্কেট: কী পাওয়া যাচ্ছে, কারা ভিড় করছেন
ঢাকার হলিডে মার্কেটে কী পাওয়া যাচ্ছে, কারা ভিড় করছেন?

থাইল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে হলিডে মার্কেট যুগ যুগ ধরে চলে আসলেও বাংলাদেশে এই মার্কেট প্রথমবারের মতো যাত্রা শুরু করে চলতি বছরের ১৩ই জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঐক্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে আইসিটি ভবনের পাশের সড়কে চালু হয়েছে এই হলিডে মার্কেট।

এই মার্কেটটি মূলত ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উপস্থাপন ও বেচাকেনার লক্ষ্যেই চালু করার কথা জানান আয়োজকরা।

প্রতি শুক্র ও শনিবার ছুটির দিনে সকাল থেকে রাত পর্যন্ত চলে মেলার কার্যক্রম।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোচ্চ বিক্রয়কারীর জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকে।

আরও দেখুন সানজানা চৌধুরীর ক্যামেরায়।

হলিডে মার্কেট