২০০র বেশি কারখানা বন্ধ: বিপাকে লাখো কর্মী

ভিডিওর ক্যাপশান, বন্ধ কারখানা, নেই কাজ: কীভাবে চলছেন কাজ হারানোরা?
২০০র বেশি কারখানা বন্ধ: বিপাকে লাখো কর্মী

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার জানাচ্ছে দেশের প্রায় ৮০ শতাংশ পরিবার যত টাকা আয় করে তার চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি। ধারদেনা করে তাদের চলতে হয়।

একই সাথে গত এক বছরে বেড়েছে বেকারত্বও।

বিভিন্ন খাতে এমন পরিস্থিতি দেখা গেলেও আমরা তৈরি পোশাক খাতে কাজ হারানো কয়েকজনের সাথে কথা বলে জানতে চেয়েছিলাম যে কীভাবে চলছেন তারা।

দেখুন অর্চি অতন্দ্রিলার ভিডিও প্রতিবেদনে