ভারতের ওড়িশায় তিনটি ট্রেনের সংঘর্ষ হলো কীভাবে?
ভারতের ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের পরস্পরের সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। আরও ৯০০ জনকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
দুর্ঘটনার পর পুরো রাজ্যে শোক ঘোষণা হয়েছে। মূলত তামিলনাড়ুতে কাজের জন্য ও উন্নত চিকিৎসার জন্য যারা গিয়ে থাকেন, তারা এই পথে ট্রেন ব্যবহার করে থাকেন।
বাংলাদেশি কোনো নাগরিক দুর্ঘটনা কবলিত ট্রেনে ছিল কিনা, সে বিষয়ে খোঁজ রাখতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন রেল কর্তৃপক্ষ ও ওড়িশা রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
কিন্তু তিনটি ট্রেনের এই সংঘর্ষ হল কীভাবে?