মুর্শিদাবাদে আবুল বরকতের গ্রামে ভাষা শহীদকে নিয়ে যে আয়োজন
ভাষা শহীদ আবুল বরকতের পৈত্রিক বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়।
সেখানে তাকে স্মরণ করে প্রতি বছর আয়োজন করা হয় বরকত মেলা, প্রভাত ফেরি, মশাল মিছিল ও ক্রিকেট টুর্নামেন্টের।
সেই মেলা দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। দেখুন তার রিপোর্ট।