তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প: কয়েকদিন পরেও অলৌকিক উদ্ধার

ভিডিওর ক্যাপশান, ভূমিকম্পের কয়েকদিন পরেও অলৌকিক উদ্ধার

তুরস্কে সোমবারের ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে সেগুলোর নির্মাণকাজের সঙ্গে যারা জড়িত ছিলেন, এরকম একশরও বেশি ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযোগ উঠেছে এসব ভবন ঠিকমতো নির্মাণ করা হয়নি।

ভূমিকম্পের ছ'দিন পর তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে।

এর মধ্যেও কোথাও কোথাও লোকজনকে অলৌকিকভাবে উদ্ধার করার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভয়াবহ এই বিপর্যয়ে দুই কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল গাজিয়ানটেপ শহরের কাছেই। সেখান থেকে পাঠানো বিবিসির নিক বিকের প্রতিবেদন: