রোহিঙ্গা নারীদের জন্য প্রকৃতির অনন্য মেকাপ উপহার

রয়টার্স চিত্রগ্রাহক ক্লোদাঘ কিলকোয়েন বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সেখানকার মুসলিম মেয়েশিশু ও নারীদের ঐতিহ্যগত রুপচর্চার চিত্তাকর্ষক ছবির সিরিজ করেছেন।

বাংলাদেশে আশ্রয় নেবার জন্য পালিয়ে আসা ১০ লাখের উপর রোহিঙ্গার বেশিরভাগই নারী ও শিশু

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বাংলাদেশে আশ্রয় নেবার জন্য পালিয়ে আসা ১০ লাখের উপর রোহিঙ্গার বেশিরভাগই নারী ও শিশু।
থানাকা মেকাপ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, তাদের মুখে ব্যবহৃত এই হলুদ আস্তরটির নাম থানাকা।
থানাকা তৈরী হয় মূলত মিয়ানমারের শুষ্ক অঞ্চলের এক ধরণের গাছের ছাল দিয়ে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, থানাকা তৈরী হয় মূলত মিয়ানমারের শুষ্ক অঞ্চলের এক ধরণের গাছের ছাল দিয়ে।
বছরের পর বছর মিয়ানমারের মেয়েরা এভাবেই তাদের মুখমন্ডল সাজিয়ে থাকে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বছরের পর বছর মিয়ানমারের মেয়েরা এভাবেই তাদের মুখমন্ডল সাজিয়ে থাকে।
শুধু প্রসাধনী হিসেবেই নয়, এই হলুদ আবরণ তাদের কড়া রোদ থেকেও বাঁচায়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, শুধু প্রসাধনী হিসেবেই নয়, এই হলুদ আবরণ তাদের কড়া রোদ থেকেও বাঁচায়।
কড়া রোদ আর গরমে ত্বক ঠান্ডা রাখে এই প্রাকৃতিক উপাদান

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, কড়া রোদ আর গরমে ত্বক ঠান্ডা রাখে এই প্রাকৃতিক উপাদান।
এই হলুদ আস্তরণ একটা শুকনো সুরক্ষিত স্তর তৈরী করে যা পোকামাকড়ের প্রতিষেধক হিসেবে কাজ করে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, এই হলুদ আস্তরণ একটা শুকনো সুরক্ষিত স্তর তৈরী করে যা পোকামাকড়ের প্রতিষেধক হিসেবে কাজ করে।
ব্রণরোধেও দারুণ কার্যকরী থানাকা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ব্রণরোধেও দারুণ কার্যকরী থানাকা।
এই ঐতিহ্যগত প্রসাধন শরণার্থী শিবিরেই এখন কিনতে পাওয়া যায়

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, মিয়ানমারের এই ঐতিহ্যগত প্রসাধন শরণার্থী শিবিরেই এখন কিনতে পাওয়া যায়।
হাজার দু:খকষ্টের ক্যাম্পে এই মেকাপের বিষয়টাই যেন খানিকটা স্বাভাবিকতা বয়ে নিয়ে আসে রোহিঙ্গাদের জীবনে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, হাজার দু:খ-কষ্টের ক্যাম্পে এই মেকাপের বিষয়টাই যেন খানিকটা স্বাভাবিকতা বয়ে নিয়ে আসে রোহিঙ্গাদের জীবনে।
থানাকা ছাড়া পাহাড়ের মধ্যে রোদে টিকে থাকা অসম্ভব

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, থানাকা ছাড়া পাহাড়ের মধ্যে রোদে টিকে থাকা অসম্ভব।
এই মেকাপ যেমন তাদের প্রয়োজন, তেমনি তাদের ঐতিহ্যেরও অংশ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, এই মেকাপ যেমন তাদের প্রয়োজন, তেমনি তাদের ঐতিহ্যেরও অংশ।
"আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু মেকাপ ছাড়া থাকা অসম্ভব"-জোহরা বেগম

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, "আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু মেকাপ ছাড়া থাকা অসম্ভব"-জোহরা বেগম।